দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ হামলা, আতঙ্কে বাংলাদেশি প্রবাসীরা

0
61

দক্ষিণ আফ্রিকার ইতিহাসে বাংলাদেশিদের সবচেয়ে ভয়াবহ অবস্থা বিরাজ করছে।

সোমবার (২ সেপ্টেম্বর) সকাল থেকে জোহানসবার্গ শহরে স্মল অ্যাস্টেট, ব্রিরি অ্যাস্টেট, জিপি অ্যাস্টেট, এমটিএন ট্যাক্সি র‌্যাংগস, ব্রি ট্যাক্সি র‍্যাঙ্ক, হিলব্রো, নিউটাউনসহ আশপাশের সকল শহরগুলো যেমন মালভেন, প্রিমরোজ, বস্তুরাজ, থেমবিছা, জার্মিস্টন, রজেটন বিল, নিউক্যাসেল অভিবাসীদের ব্যবসা প্রতিষ্ঠানে দিনভর হামলা ও লুটপাটের শিকার হয়েছে অন্তত ৫০০ বাংলাদেশিসহ অসংখ্য অভিবাসী।

হামলাকারীদের বিরুদ্ধে পুলিশের উল্লেখযোগ্য ভূমিকা কম থাকায় এ হামলা ভয়াবহ আকার ধারণ করতে পারে এমন আশংকা করেছে স্থানীয় গণমাধ্যম।

আজ জোহানসবার্গ শহরের আশপাশের সকল যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়। রবিবার রাতে মালভেনের জুলিস অ্যাস্টেটে স্থানীয় কৃষ্ণাঙ্গ নাগরিকরা নারকীয় তাণ্ডব চালিয়ে প্রায় ২০০ দোকান ১০০ গাড়ী পুড়িয়ে দিয়েছে।

এছাড়া প্রিটোরিয়া শহর ও তার আশপাশের এলাকায় হামলা ও লুটপাট চলছে। আশংকা করা হচ্ছে এ হামলা ও লুটপাট, অগ্নিসংযোগ সারাদেশে ছড়িয়ে পড়তে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here