পেট্রোল-ডিজেলের থেকে এখন দুধের দাম বেশি

0
69

বাংলা খবর ডেস্ক: দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে চরম সমস্যার সম্মুখীন পাকিস্তানের আমজনতা। সেখানে খাদ্যদ্রব্য থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া। সবচেয়ে বড় কথা, পাকিস্তানে এখন দুধের থেকে সস্তায় পাওয়া যাচ্ছে পেট্রোল-ডিজেল। দু’‌দিন আগে পাকিস্তানে পেট্রোলের দাম গিয়ে ঠেকেছে লিটার প্রতি ১১৩ রুপি। আর ডিজেলের দাম লিটার প্রতি ৯১ রুপি। সেখানে পাকিস্তানে এখন দুধের দাম প্রতি লিটার ১৪০ রুপি। পাকিস্তানের মানুষ এতদিন গাড়ি চালানো নিয়ে সমস্যায় পড়েছিল! এবার তারা বাচ্চাদের দুধ কি করে খাওয়াবে, সেটা নিয়ে সমস্যায় পড়েছে।

পাকিস্তানে দুধ এবং বাকি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম প্রথম থেকেই বেড়েছিল। আর এবার মহরম এর সময়ে সেইসব জিনিসের দাম আকাশছোঁয়া। দেশের সবথেকে বড় শহর করাচি আর সিন্ধু প্রদেশে দুধের দাম লিটার প্রতি ১৪০ রুপি হয়েছে। এক পাকিস্তানি সংবাদমাধ্যম দাবি করেছে মহরমের সময় দুধের দাম আচমকা বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা। মহরমের দিনে দুধ, শরবত, ক্ষীরের চাহিদা বহুগুণ বেড়ে যায়। কিছু অসাধু ব্যবসায়ী সেই সুযোগটাই নিয়েছে। তবে দুধ ব্যবসায়ীদের দাবি, মহরমে যোগানের তুলনায় চাহিদা বেড়ে যাওয়াতেই এই অবস্থা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here