আইএমএফ’র নতুন এমডি ক্রিস্টিনা জর্জিয়েভা

0
243

বাংলা খবর ডেস্ক: আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পাচ্ছেন ক্রিস্টিনা জর্জিয়েভা। সম্প্রতি আইএমএফের বোর্ড সভা তার মনোনয়ন নিশ্চিত করেছে।

বুলগেরিয়া বংশোদ্ভূত জর্জিয়েভা বর্তমানে বিশ্বব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে কর্মরত রয়েছেন।

উল্লেখ্য, ২০১১ সাল থেকে আইএমএফের প্রধান হিসেবে ক্রিস্টিনা ল্যাগার্ড দায়িত্ব পালন করছিলেন।

সম্প্রতি তিনি ইউরোপের কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট পদে যোগ দেন। ক্রিস্টিনা ল্যগার্ডের স্থলাভিষিক্ত হবেন ক্রিস্টালিনা জর্জিয়েভা। ৬৬ বছর বয়সী জর্জিয়েভার নিয়োগের জন্য সম্প্রতি আইএমএফ ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের বয়সসীমা শিথিল করে।

আইএমএফের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বোর্ড সভা অনুমোদনের পর শিগগিরই জর্জিয়েভা নিয়োগ পাবেন। জর্জিয়েভা গেল জুলাই মাসে বাংলাদেশ সফর করেন। বিশ্বব্যাংক ছাড়াও ইউরোপীয় কমিশনে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা রয়েছে তার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here