চুল পড়া বন্ধ করে দ্রুত বৃদ্ধি করবে যে তেল

0
42

বাংলা খবর ডেস্ক: চুল প্রাণহীন হয়ে ভেঙে যাচ্ছে। আবার অতিরিক্ত চুলও পড়ছে। এসব সমস্যা থেকে মুক্তি দিতে পারে রসুন। চুলের বৃদ্ধি দ্রুত করতে খুব ভালো কাজ করে রসুন। বর্ষা এলেই অনেকের অতিরিক্ত চুল পড়ে। অতিরিক্ত চুল পড়া বন্ধ করতে কী করবেন অনেকে তা বুঝতে পারেন না। চুল পড়া বন্ধ করে দ্রুত বৃদ্ধি করবে রসুন ও মধু।

চিকিৎসা বিজ্ঞানের তথ্যানুযায়ী, প্রতিটা চুলের জীবনকাল দুই থেকে আট বছর। গড়ে মানুষের মাথায় ১০ হাজার চুল থাকে। এখন প্রশ্ন হলো- আপনার চুল পড়ছে। প্রতিদিন কতটা চুল পড়া স্বাভাবিক। প্রতিদিন ১০০ থেকে ১২৫টি চুল পড়া স্বাভাবিক।

আসুন জেনে নিন যেভাবে চুলের যত্নে রসুন ব্যবহার করবেন।

চুলের যত্নে রসুন

১. ১ চা চামচ রসুনের রসের সঙ্গে ১ চা চামচ মধু মিশিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। এরপার আধা ঘণ্টা পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

২. আধা কাপ অলিভ অয়েল গরম করে ৮ কোয়া রসুন ও একটি পেঁয়াজ ছেঁচে দিয়ে দিন তেলে। টে উঠলে নামিয়ে ঠাণ্ডা করুন। ছেঁকে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান তেল।

৩. আদা ও রসুন ছেঁচে নারকেল তেলে ফুটিয়ে নিন। ঠাণ্ডা হলে ছেঁকে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। ৪০ মিনিট পর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here