সংবাদকর্মীদের বেতন বাড়বে ৮৫ শতাংশ ঃ৯ ম ওয়েজবোর্ডের প্রজ্ঞাপন

0
483

সংবাদপত্র এবং সংবাদ সংস্থার সাংবাদিক ও কর্মচারিদের জন্য ৯ম ওয়েজবোর্ডের (মজুরি বোর্ড) প্রজ্ঞাপন প্রকাশ করেছে সরকার। তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাটে এই প্রজ্ঞাপন প্রকাশ করা হয়, যা ১২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে বলে জানানো হয়। সরকার কর্তৃক ঘোষিত এই নতুন মজুরি কাঠামোতে সংবাদপত্র ও বার্তা সংস্থাগুলোর কর্মীদের বেতন গড়ে তাদের মূল বেতনের ৮৫ শতাংশ বাড়বে।

২০১৫ সালে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো ঘোষণার পর থেকেই নিজের জন্য নতুন বেতন কাঠামোর দাবি জানায় সাংবাদিকদের সংগঠনগুলো। সেই দাবির প্রেক্ষিতেই সরকার ২০১৮ সালের ২৯ জানুয়ারি ৯ম মজুরি কাঠামো নির্ধারণে ১৩ সদস্যের ওয়েজবোর্ড গঠন করে। কমিটির প্রধান ছিলেন আপিল বিভাগের বিচারপতি মো. নিজামুল হক। বোর্ড ২০১৮ সালের ২৮ অক্টোবর মজুরি নির্ধারণ করে প্রতিবেদন জমা দেয়।

দীর্ঘদিন ঝুলে থাকার পর তথ্য মন্ত্রণালয় গত বৃহস্পতিবার নতুন বেতন কাঠামো নির্ধারণ করে একটি গেজেট প্রকাশ করে। এই গেজেট প্রকাশের তারিখ অনুযায়ী ১২ সেপ্টেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here