সৌদির তিন ব্রিগেড সেনা আটকের দাবি হুতিদের

0
50

বাংলা খবর ডেস্ক: বড় একটি হামলার পর ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের ‘তিন ব্রিগেড’ সেনা আটকের দাবি করেছে। হুতিদের একজন মুখপাত্র বিবিসিকে বলেন, দুই দেশের সীমান্তবর্তী অঞ্চলে ওই সেনারা তাদের কাছে আত্মসমর্পণ করেন।

তিনি দাবি করেন, কয়েক হাজার সেনা তাদের অধীনে রয়েছেন। অনেকে মারা গেছেন। সৌদি কর্তৃপক্ষ এখনো এ বিষয়ে কিছু জানায়নি।

ওই অঞ্চলে উত্তেজনা সৃষ্টির পর এটাই হতে পারে সবচেয়ে বড় আটকের ঘটনা। ইয়েমেনে চার বছরেরও বেশি সময় ধরে হুতিদের সঙ্গে যুদ্ধ করছে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী।

টুইটে হুতি মুখপাত্র মোহাম্মদ আবদুল-সালাম বলেছেন, ‘নিষ্ঠুর আগ্রাসন শুরু হওয়ার পর থেকে খোদার দেওয়া জয় ছিল সবচেয়ে বড় সামরিক অভিযান। শত্রুদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মাত্র কয়েকদিনের মধ্যে বিশাল একটি অঞ্চল মুক্ত করা হয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here