রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে চায় মিয়ানমার: জাতিসংঘে মন্ত্রী

0
78

বাংলা খবর ডেস্ক: সেনাবাহিনীর দমন ও নিপীড়নের মুখে দেশটির উত্তর রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের প্রত্যাবাসনে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে মিয়ানমার সরকার। জাতিসংঘের সাধারণ পরিষদের চলমান অধিবেশনের পঞ্চম দিনে শনিবার এ কথা জানিয়েছেন মিয়ানমারের স্টেট কাউন্সিলরের কার্যালয়ের মন্ত্রী কিয়াও টিন্ট সোয়ে।

বছর দুয়েক আগে সেনা অভিযান থেকে বাঁচতে বাংলাদেশের কক্সবাজারে এসে আশ্রয় নেয় অন্তত নয় লাখ রোহিঙ্গা। জাতিসংঘের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

জাতিসংঘে দেওয়া ভাষণে কিয়াও টিন্ট সোয়ে জানান, ২০১৭ সালের নভেম্বরে স্বাক্ষরিত দ্বিপক্ষীয় চুক্তির আওতায় বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া হবে।

বাংলাদেশ, জাতিসংঘ ও দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর আঞ্চলিক সংস্থা-আসিয়ানসহ বিভিন্ন সংস্থার সঙ্গে মিলে মিয়ানমার কাজ করছে জানিয়ে কিয়াও টিন্ট সোয়ে বলেন, ‘বাছাইকৃতদের (রোহিঙ্গা) প্রত্যাবাসন নিশ্চিত করা এবং যারা দেশে ফিরবে, তাদের জন্য আরো অনুকূল পরিবেশ সৃষ্টি করাকেই এ মুহূর্ত আমরা অগ্রাধিকার দিচ্ছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here