খালেদা জিয়াকে মুক্ত করেই ঘরে ফিরতে হবে : ফারুক

0
64

বাংলা খবর ডেস্ক: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘আর মানববন্ধন নয়, এবার রাস্তায় নে‌মে পড়ুন। কঠোর আন্দোলন গড়ে তুলুন। খালেদা জিয়াকে মুক্ত করেই এবার ঘরে ফিরতে হবে।’

বিরোধী দলের সাবেক এই চিফ হুইপ বলেন, ‘যদি শক্তিশালী দলগুলো দুর্বল হয়ে পড়ে, তাহলে স্বৈরশাসক আরো কঠিনভাবে প্রতিষ্ঠিত হয়। তাই বলি, আর মানববন্ধন নয়। এবার কঠোর আন্দোলন নিয়ে রাস্তায় নামুন। এসব মানববন্ধন আর ছোটখাটো সভা-সমাবেশ করে দেশনেত্রীকে মুক্ত করা যাবে না। রাস্তায় নামতে হবে।’

রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক অধিকার আন্দোলন ফোরামের উদ্যোগে খালেদা জিয়ার অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত মানববন্ধনে বিএনপি নেতা এসব কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক ব‌লেন, ‘আমি মনে করি, খালেদা জিয়া পাঁচবারের প্রধানমন্ত্রী হতেন, যদি ২০১৪ ও ২০১৯ সালে নির্বাচন হতো। কিন্তু সেই নেত্রীকে কারাগারে আটকে রেখে মধ্যরাতের নির্বাচন করে বর্তমান সরকার বলপ্রয়োগ করে ক্ষমতায় বসেছে। দেশে যে অরাজক-নৈরাজ্যকর অবস্থা চলছে, এ মুহূর্তে খালেদা জিয়া মুক্তি পেলে বাংলাদেশের এমন কোনো শক্তি নেই, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁকে রুখতে পারে।’

‌বিএনপি নেতা বলেন, ‘যে দেশের অর্থমন্ত্রী স্বীকার করেন, ১১ হাজার ১০০ কোটি টাকা ঋণ নিয়ে ব্যাংক খালি করে দেওয়া হয়েছে, সেই দেশে আর কী থাকে! যারা ক্যা‌সি‌নোর টাকা নিয়েছে, তাদের সেই টাকা সরকারের মন্ত্রী-এমপিদের ভাষায় অবৈধ হলেও এখনো রাঘববোয়ালদের গ্রেপ্তার করা হচ্ছে না। কারণ, বর্তমান সরকারের তো কোনো জবাবদিহি নেই। তারা তো জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়।’

সরকারের উদ্দেশে জয়নুল আবদিন ফারুক বলেন, ‘আপনারা ভেবেছেন, খালেদা জিয়াকে আটক রাখলে আন্দোলন হবে না। আন্দোলন হবে, আর সে আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়ার মুক্তিও হবে। দেশে গণতন্ত্রও প্রতিষ্ঠিত হবে।’

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে জয়নুল আবদিন ফারুক বলেন, ‘আপনাদের ভাষায় গত ১০ বছর তারেক রহমান ক্যা‌সি‌নোর টাকা নেয়। তাহলে তো তিনি বড় নেতা। তাহ‌লে তাঁর মামলাগুলো প্রত্যাহার করেন না কেন? তিনি য‌দি লন্ডনে বসে আপনাদের কাছ থেকে টাকা নেন, তাহলে তাঁর মতো একজন বড় নেতার দলে আপনারা যোগ দেন না কেন? এসব ভুয়া কথা বলে মানুষের মুখ অন্যদিকে নেওয়া, মানুষের মন অন্যদিকে নেওয়া, আন্দোলন প্রতিহত করার চেষ্টা করেও লাভ হবে না।’

‘প্রতিষ্ঠান ধ্বংস করেছেন, মানুষের ভোটের অধিকার হরণ করেছেন, শেয়ারবাজার লুট করেছেন; কিন্তু শেয়ারবাজার লুটকারীদের লিস্ট তৈরি করতে পারেননি, ব্যাংক লুট করেছেন, সাগর-রুনি হত্যা মামলার বিচার করতে পারেনি। দেশের মানুষকে বোকা মনে করবেন না। দেশের মানুষ সব বোঝে। আমরা সংসদে নেই। সংসদে থাকলে তেলের দাম, গ্যাসের দাম আর এসব প্রতিষ্ঠান ধ্বংস হতো না। যদি সুষ্ঠু নির্বাচন হতো, তাহলে আমরা সংসদে ঠিকই যেতাম, ক্ষমতায় ঠিকই যেতাম,’ যোগ করেন ফারুক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here