পাকিস্তান সব সময় কাশ্মীরিদের পাশে থাকবে: ইমরান

0
71

বাংলা খবর ডেস্ক: জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের ভাষণ বেশ সাড়া ফেলে। রীতিমতো প্রশংসায় ভাসছেন তিনি।

রবিবার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে এক প্রতিক্রিয়ায় তিনি জাতিসংঘে কাশ্মীর ইস্যুকে যথাযথভাবে তুলে ধরার জন্য পাকিস্তানের জনগণ ও স্ত্রী বুশরা বিবিকে ধন্যবাদ জানান।

টাইমস অব ইন্ডিয়া জানায়, ইসলামাবাদ বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত দলীয় কর্মীদের ইমরান বলেন, ‘সারা পৃথিবী কাশ্মীরের পাশে না থাকলেও পাকিস্তান সব সময় তাদের পাশে থাকবে। আল্লাহকে খুশি করার জন্যই আমরা কাশ্মীরের পাশে থাকব।’

তিনি বলেন, ‘কাশ্মীরের মানুষ আল্লাহর ইচ্ছা এবং আপনাদের দিকে তাকিয়ে রয়েছে, তাই তারা জিতবেই। তারা স্বাধীনতা পাবেই। নারী, শিশুসহ সব কাশ্মীরি পাকিস্তানের দিকে তাকিয়ে রয়েছে। সব প্ল্যাটফর্মে এই ফ্যাসিস্ট ও মুসলিম বিরোধী মোদি সরকারের মুখোশ খুলে দেব।’

এদিন তিনি বলেন, ‘আমি আমার দেশকে ধন্যবাদ জানাতে চাই। জাতিসংঘের সামনে আমি যাতে কাশ্মীরের পরিস্থিতি তুলে ধরতে পারি, সে জন্য যেভাবে আপনারা আমার জন্য প্রার্থনা করেছেন তার জন্য ধন্যবাদ।’

এ ছাড়া তার জন্য বিশেষ দোয়া করার জন্য স্ত্রী বুশরা বিবিকেও ধন্যবাদ জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here