কলকাতার বারগুলোতে নাচের অনুমতি

0
164

বাংলা খবর ডেস্ক: এতদিন কলকাতার বার বা পানশালাগুলোতে নাচের আয়োজন থাকলেও তা আইনসিদ্ধ ছিল না। নতুন নিয়মে ভবিষ্যতে নাচের ক্ষেত্রে কোনো বাধা থাকবে না। তবে মানতে হবে নির্দিষ্ট নিয়ম।

আনন্দবাজার পত্রিকা জানায়, ২০১৫ সালে হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত এক রায়ে যে নির্দেশ দিয়েছিলেন, সেটাই কলকাতা পুলিশের নতুন নিয়মে প্রতিফলিত হবে।

এখনো পর্যন্ত কলকাতায় যে কোনো পানশালাতে গান নিষিদ্ধ না হলেও নাচ একেবারেই বারণ। কিন্তু ‘ড্যান্স বার’ নিয়ে বিভিন্ন মামলায় সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্ট সেই নিষেধাজ্ঞাকে আমল দেয়নি। ফলে শহরের এই সব সিঙ্গিং বারেই কম-বেশি নাচ হয়ে থাকে।

কলকাতা পুলিশ জানায়, মূলত পানশালাগুলোকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে নতুন নিয়ম জারি হচ্ছে। এক শীর্ষ পুলিশ কর্মকর্তা বলেন, ‘‘যেখানে খোদ কলকাতা হাইকোর্ট পানশালায় নাচের ক্ষেত্রে কোনো বাধা দেয়নি, সেখানে পুলিশের পক্ষে নাচ আটকানো কঠিন। কিন্তু নতুন এই বিধি মানলে পানশালায় অশান্তি এড়ানো যাবে। আইনশৃঙ্খলা বজায় রাখা যাবে।”

বিচারপতি দীপঙ্কর দত্ত ২০১৫ সালের রায়ে জানিয়েছিলেন, পেশাদার শিল্পীরা নাচ বা গান পরিবেশন করতেই পারেন। তবে তা সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত। তার আগে বা পরে নয়। গান বা নাচ পরিবেশন করতে হবে নির্দিষ্ট মঞ্চ থেকে যার চারপাশ ঘেরা থাকবে তিন ফুট উঁচু রেলিংয়ে। ওই মঞ্চ থেকে দর্শকদের বসার জায়গার দূরত্ব হতে হবে কমপক্ষে ৪ ফুট।

নারীরা নাচ বা গান পরিবেশনের সময় খোলামেলা বা দেহের সঙ্গে এঁটে বসা কোনো পোশাক পরতে পারবেন না। যৌন উদ্দীপক অঙ্গভঙ্গি করা যাবে না। কর্তৃপক্ষকে পানশালায় সিসি ক্যামেরা রাখতে হবে এবং নির্দিষ্ট সময় অন্তর অন্তর সেই ফুটেজ পুলিশ বা আবগারি দপ্তরে জমা দিতে হবে।

আরও বলা হয়, গান বা নাচ পরিবেশনকারীরা কখনোই দর্শকদের সংস্পর্শে আসতে পারবেন না। কোনোভাবে টাকা ওড়ানো যাবে না। এ রকম প্রায় ২৫টি নির্দেশ রয়েছে দীপঙ্কর দত্তের রায়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here