মধুর ক্যান্টিনে ছাত্রলীগের হামলায় ছাত্রদলের ৪ নেতাকর্মী আহত

0
67

নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রলীগের হামলায় ছাত্রদলের চার নেতাকর্মী আহত হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার দুপুর পৌনে ১টার দিকে ঢাবির মধুর ক্যান্টিনে এ হামলার ঘটনা ঘটে।

এর আগে দুপুর সোয়া ১১টার দিকে ছাত্রদলের নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলন করেন। তাদের ফেইসবুক আইডি হ্যাক করে এবং তাদের নামে আইডি খুলে অপপ্রচার চালানো হচ্ছে বলে তারা অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বলেন, ‘আমার কোনো ফেসবুক আইডি নেই। অথচ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নামে ১৬টি আইডি চালু রয়েছে।’

এজন্য তেজগাঁও থানায় জিডি করেছেন উল্লেখ করে তার নামের অ্যাকাউন্টের কোনো লেখার দায়ভার তিনি নেবেন না বলে জানান।

এর আগে শনিবার ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের নামে ফেইসবুকের একটি অ্যাকাউন্টের বায়োতে লেখা স্ক্রিনশট ভাইরাল হয়। সেখানে লেখা ছিল- ‘৭৫ এর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার!’

এই স্ক্রিনশটটি ছাত্রলীগের নেতারা ভাইরাল করেন। তবে ছাত্রদলের সাধারণ সম্পাদক দাবি করেন তার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই।

সংবাদ সম্মেলন করে ছাত্রদলের নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে গেলে তাদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা করে।

ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে এই হামলা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাবেক মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক উপসম্পাদক আল মামুন, মাস্টার দা সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সহসভাপতি রাইসুল ইসলাম। হামলার নেতৃত্বদানকারী আমিনুল মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি।

হামলার বিষয়টি স্বীকার করে ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি ও মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘যারা ৭৫ এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার এই স্লোগান দেয়, তাদের প্রতিহত করবো।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here