কেউ কি ২০০১ সালের ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে চাইছে?

0
86

ইমতিয়াজ মাহমুদ : ভোলায় হিন্দুদের ওপর অত্যাচারের ইতিহাস বড়ই ভয়ঙ্কর। ২০০১ সালে আর তারও আগে ৯০ বা ৯১ সালে ভোলায় যা ঘটেছে সেকথা আপনাদের অনেকেরই মনে থাকবার কথা। ওইসব ঘটনাকে যদিও দাঙ্গা হিসাবে চিহ্নিত করেন অনেকে, আসলে সেগুলো দাঙ্গা ছিলো না। ছিলো পরিকল্পিতভাবে হিন্দু জনগোষ্ঠীর ওপর নিষ্ঠুর অত্যাচার। বিশেষ করে ২০০১ সনে বিএনপি-জামায়াত নির্বাচনে জেতার পর যে বর্বরতা সেখানে হয়েছিলো সেকথা স্মরণ করতেও বুক কেঁপে ওঠে। ধর্ষণ, গণধর্ষণ, বাড়িঘর পুড়িয়ে দেয়া, লুট করা, হত্যা করা, মারধোর করা- কী করেনি তখন! আজ যখন ভোলা থেকে খবর আসছে যে কথিত ধর্ম অবমাননার জিগির তুলে একদল লোক সেখানে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির চেষ্টা করছে, তখন সেইসব ঘটনায় কথা মনে পড়ছে। মনে পড়ছে আর আতঙ্কে হাত পা ঠাণ্ডা হয়ে আসছে।

কেউ কি ২০০১ সালের ঘটনায় পুনরাবৃত্তি ঘটাতে চাইছে? ভোলায় যারা আছেন, একটু সাবধানে থাকবেন। ভোলায় প্রশাসনের লোকজন, রাজনীতিবিদ, রাজনৈতিক কর্মী, অ্যাক্টিভিস্ট মানবাধিকার কর্মী, সংবাদকর্মী, সংস্কৃতি কর্মী বা এমনিতেই সমাজের সচেতন নাগরিক যারা আছেন, আপানদের সকলকে জোড় হাতে অনুরোধ করি। মেহেরবানী করে দেখবেন যেন ২০০১ এর পুনরাবৃত্তি না হয়। সরকারের লোকজন যারা আছেন, সিভিল প্রশাসন পুলিশ বা অন্য যারা আছেন, স্থানীয় এমপি, অন্যান্য জনপ্রতিনিধিরা যারা আছেন- আপনারাও ওদের সাথে যোগাযোগ করেন। সাম্প্রদায়িক দাঙ্গা ও অস্থিরতা কারও জন্যেই মঙ্গলজনক নয়। ফেসবুক থেকে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here