যুক্তরাজ্যে লরিতে নিহত ৩৯ জনই চীনের

0
61

বাংলা খবর ডেস্ক: যুক্তরাজ্যের দক্ষিণ-পূর্ব কাউন্টি এসেক্সে একটি লরির কন্টেইনার থেকে ৩৯ জনের যে মৃতদেহ উদ্ধার করা হয়েছে, তারা সবাই চীনের নাগরিক বলে জানিয়েছে ব্রিটেনের গণমাধ্যম।

ফেরিতে করে বেলজিয়াম থেকে আসার কিছু সময় পর ওই ৩৯ জন মারা যান।

এসেক্স পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে ৩৮ জন প্রাপ্ত বয়স্ক, একজন টিনেজার।

মৃতদেহ ফেলার জন্য ওই লরিটি বুধবার ‘নিরাপদ’ স্থান খুঁজছিল।

সন্দেহভাজন ২৫ বছর বয়সী লরিচালককে নর্দান আয়ারল্যান্ড থেকে গ্রেপ্তার করা হয়েছে।

মর্মান্তিক এ ঘটনা লরিতে করে ভিনদেশে মানুষ পাচারকারী চক্রের ভয়াবহ চিত্রকেই সামনে নিয়ে এসেছে বলে পর্যবেক্ষক মহলের ধারণা।

২০১৪ সাল থেকে জাতিসংঘ এক দেশ থেকে অন্য দেশে পাড়ি দিতে গিয়ে পথিমধ্যে মারা যাওয়া লোকদের সংখ্যা রেকর্ড করা শুরু করে।

ওই সময় থেকে এ পর্যন্ত যুক্তরাজ্যে লরি এবং কনটেইনারে পাঁচটি মৃতদেহ পাওয়া গেছে। ২০১৪ সালে শরণার্থী সংকট শুরুর আগের তথ্যে এভাবে সংগ্রহ করা হয়নি।

এ ধরনের মৃত্যুর ঘটনা নতুন নয়। ২০০০ সালেও ডোভারে একটি লরিতে ৫৮ চীনা শরণার্থীর মৃতদেহ পাওয়া গিয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here