রুমানার দ্রুততম ফিফটির রেকর্ড

0
58

বাংলা খবর ডেস্ক: দারুণ ব্যাটিংয়েও দলকে জেতাতে পারেননি রুমানা আহমেদ। হারতে হয়েছে পাকিস্তান সফরে প্রথম টি-টোয়েন্টিতে। তবে রুমানা দারুণ এক কীর্তি গড়েছেন শনিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া ম্যাচটিতে।

মেয়েদের টি-টোয়েন্টিতে দেশের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ড এদিন নিজের করেছেন রুমানা। ২৮ বলে ফিফটি স্পর্শ করে এই রেকর্ড গড়েন তিনি।

জাহানারা আলমের ৪ উইকেট ও পরে রুমানার ৫০ রানের পরও এদিন পাকিস্তানের কাছে ১৪ রানে হারে বাংলাদেশ। ১২৭ রানের লক্ষ্যে বাংলাদেশের মেয়েরা ৭ উইকেটে ১১২ রান পর্যন্ত করতে পারে।

শেষ ওভারে রুমানা যখন আউট হন তার নামের পাশে তখন ৫০ রান। ৩০ বলে ৬ চার ও ২ ছক্কায় নিজের ইনিংস সাজান ২৮ বছর বয়সী রুমানা।

বাংলাদেশের পক্ষে আগের দ্রুততম ফিফটির রেকর্ডটি যৌথভাবে ছিল ফারজানা হক ও শামিমা সুলতানার। দুজনই ৩৯ বলে ফিফটি করেছিলেন। শামিমা কীর্তিটি গড়েন গত বছর মে’তে প্রোটিয়া নারী ক্রিকেট দলের বিপক্ষে। পরে ফারজানা তার রেকর্ডে ভাগ বসান।

মেয়েদের ক্রিকেটে সবমিলে দ্রুততম ফিফটির রেকর্ডটি নিউজিল্যান্ডের সোফি ডিভাইনের। ২০১৫ সালে ভারতের বিপক্ষে ১৮ বলে ফিফটি করেছিলেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here