ইরাকে ফের সরকারবিরোধী বিক্ষোভ, এবার নিহত ৫

0
63

বাংলা খবর ডেস্ক: নিরাপত্তা বাহিনীর সঙ্গে নতুন সংঘর্ষে ইরাকে পাঁচজন সরকারবিরোধী বিক্ষোভকারী নিহত হয়েছেন। চলমান এই আন্দোলনে প্রথমদিন ৪০ জন নিহত হন। আহত হন দুই হাজারের বেশি।

বিবিসি জানিয়েছে, বাগদাদের তাহরির স্কয়ারে পুলিশের ছোড়া কাঁদুনে গ্যাসের ক্যানিস্টার মাথায় লেগে মারা গেছেন তিন জন।

বাকি দুজনের মৃত্যু হয়েছে নাসিরিয়া শহরের এক কর্মকর্তার বাড়িতে জোর করে ঢোকার মুহূর্তে। কর্মসংস্থান ও সরকারি পরিষেবা উন্নত করা এবং দুর্নীতি বন্ধের দাবিতে এ মাসের প্রথম দিকে এ বিক্ষোভ শুরু হয়।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকালে বাগদাদের তাহরির স্কয়ারে জড়ো হতে শুরু করেন বিক্ষোভকারীরা। শনিবারও তারা একই কাজ করছেন।

বিক্ষোভকারীরা একপর্যায়ে সুরক্ষিত গ্রিনজোন এলাকায় সরকারি ভবনগুলোর দিকে অগ্রসর হতে চাইলে টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে নিরাপত্তা বাহিনী।

বিক্ষোভের সময় ‘আমরা ক্ষুধার্ত নই, আমরা আত্মমর্যাদা চাই’ বলে ইরাকিদের স্লোগান দিতে দেখা যায়।

বিক্ষোভের মুখে মন্ত্রিসভা পুনর্গঠন এবং সংস্কার প্যাকেজ গ্রহণের ঘোষণা দেন বছরখানেক আগে দায়িত্ব গ্রহণ করা প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদি। একই সঙ্গে বিক্ষোভের নামে সহিংসতার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here