শাওমির বিরুদ্ধে অ্যাপলের ঘড়ি নকলের অভিযোগ

0
247

বাংলা খবর ডেস্ক: চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমির বিরুদ্ধে অ্যাপলের ঘড়ির মডেল নকল করার অভিযোগ উঠেছে। মাশেবল নামের একটি ওয়েবসাইটে ক্রোয়েশিয়ার প্রযুক্তি সাংবাদিক স্টান শ্রোয়েডার বলেছেন, ‘Mi’ ঘড়ি দেখতে একদম অ্যাপলের ঘড়ির মতো মনে হচ্ছে।’

শ্রোয়েডার জানিয়েছেন, শাওমির ঘড়িটি একটু কম গোলাকার। অ্যাপলের থেকে একটু বেশি পাতলা। শাওমি এর আগে হাতে পরার ঘড়ি বিক্রি করলেও এমন ‘ফিচার-কম্পিলিট’ ঘড়ি বাজারে ছাড়েনি।

আগামী ৫ নভেম্বর মি সিসি ৯প্রো-এর পাশাপাশি নতুন স্মার্টওয়াচ উন্মোচন করবে শাওমি।

শাওমি স্মার্টওয়াচে জিপিএস, এনএফসি, ওয়াইফাই, ব্লুটুথ মডিউলগুলির সঙ্গে একটি উচ্চ-পারফরম্যান্স সিপিইউ থাকবে। ভেতরে থাকবে একটি স্পিকার। এর ব্যাটারিটির শক্তিও বেশ হবে। মি স্মার্টওয়াচটি অ্যাপল ওয়াচের মতোই ইএসআইএম সাপোর্ট নিয়ে আসবে।

ইএসআইএম সাপোর্ট এবং স্পিকারের সঙ্গে স্মার্টওয়াচটি একটি স্মার্টফোনের মতোই ফোন কল এবং অন্যান্য ফাংশন করতে সক্ষম হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here