মালির সামরিক ফাঁড়িতে হামলা, ৫৩ সৈন্য নিহত

0
56

বাংলা খবর ডেস্ক: মালির উত্তর-পূর্বাঞ্চলে একটি সামরিক ফাঁড়িতে স্থানীয় সময় গতকাল শুক্রবার ‘সন্ত্রাসী হামলায়’ ৫৩ সেনা নিহত হয়েছে। মালি সরকার এ তথ্য জানিয়েছে।

তথাকথিত ইসলামি জঙ্গিদের সাম্প্রতিক সহিংস ঘটনার ক্ষেত্রে মালির সামরিক বাহিনীর বিরুদ্ধে এটি ছিল সবচেয়ে ভয়াবহ হামলা। বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

মালির যোগাযোগমন্ত্রী ইয়াইয়া সানগার অন্যতম সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে লেখেন, ‘নাইজেরিয়া সীমান্তবর্তী মানাকা অঞ্চলের ইন্ডিলিমানে ওই সামরিক ফাঁড়িতে হামলায় একজন বেসামরিক নাগরিকও নিহত হয়েছে।’

নিহতের সংখ্যার হালনাগাদ তথ্য দেওয়ার পর মন্ত্রী আরো বলেন, ‘সেখানের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। উদ্ধার অভিযান ও লাশ চিহ্নিত করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।’

মালির যোগাযোগমন্ত্রী আরো বলেন, ‘ওই সামরিক ফাঁড়ি থেকে ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ফাঁড়িটির ব্যাপক ক্ষতি হয়েছে।’ তবে তিনি এ হামলার ব্যাপারে বিস্তারিত আর কিছু জানাননি।

এর আগে মালির সরকার এই ‘সন্ত্রাসী হামলার’ নিন্দা জানিয়ে হামলায় বহুসংখ্যক লোক হতাহত হওয়ার কথা জানায়। তবে তখন তারা নিহতের সংখ্যা জানায়নি।

সরকারি এক বিবৃতিতে বলা হয়, ওই এলাকার নিরাপত্তা জোরদারে ও হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চালাতে আরো সৈন্য পাঠানো হয়েছে। শুক্রবারের এ হামলার ঘটনায় কোনো গোষ্ঠী তাৎক্ষণিকভাবে দায় স্বীকার করেনি।

উল্লেখ্য, বুরকিনা ফাসো সীমান্তের কাছে তথাকথিত জিহাদিদের হামলায় ৪০ সেনা নিহত হওয়ার এক মাস পর এ হামলা চালানো হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here