ভারতের অ্যাথলেটিকসে বাংলাদেশের মাহফুজুরের স্বর্ণ জয়

0
78

বাংলা খবর ডেস্ক: ভারতের ঘরোয়া অ্যাথলেটিকসে রোববার ৪০০ মিটার দৌড়ে স্বর্ণ জিতেছিলেন বাংলাদেশের জহির রায়হান। এবার সাফল্য এসেছে হাইজাম্পে। আজ (সোমবার) দেশটির অন্ধ্র প্রদেশে জুনিয়র (অনূর্ব-২০) জাতীয় অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের মাহফুজুর রহমান শুভ ২.১০ মিটার লাফিয়ে এ সাফল্য দেখিয়েছেন।

গত আগস্টে অনুষ্ঠিত জাতীয় সামার চ্যাম্পিয়িনশিপে বাংলাদেশ নৌবাহিনীর এই অ্যাথলেট ২.১৫ মিটার লাফিয়ে নতুন জাতীয় রেকর্ডসহ স্বর্ণ জিতেছিলেন।

ভারতের বিশেষ আমন্ত্রণে বাংলাদেশের ৫ জন অ্যাথলেট অংশ নিচ্ছেন এই চ্যাম্পিয়নশিপে। তারা হলেন-২০০ মিটারে বাংলাদেশ নৌবাহিনীর সাইফুল ইসমাইল খান সানি, ৪০০ মিটারে জহির রায়হান, ৮০০ মিটারে একই সংস্থার রাকিবুল ইসলাম, এবং হাইজাম্পে মাহফুজুর রহমান ও বাংলাদেশ জেলের উম্মে হাফসা রুমকি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here