যশোরে ট্রাকভর্তি সরকারি চাল জব্দ

0
114

বাংলা খবর ডেস্ক: যশোরের বাঘারপাড়ার খাজুরা ক্যাম্পের পুলিশ ৬৭১ বস্তা সরকারি চাল জব্দ করেছে। একই সঙ্গে আড়তমালিক ও কাভার্ডভ্যানের চালককে আটক করা হয়েছে।

মঙ্গলবার রাত ১০টার দিকে বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজারে দেলোয়ার হোসেন নামে এক ব্যবসায়ীর আড়তে এ ঘটনা ঘটে।

আড়তমালিক দেলোয়ার হোসেন দিলু বলেন, আমি ফরিদপুর থেকে ২০ টাকা দরে কিশোর ও শাফায়াতের কাছ থেকে চালগুলো কিনেছি। মালের চালান পুলিশের কাছে রয়েছে।

বাঘারপাড়ার ওসি জসীম উদ্দীন জানান, একটি ট্রাক থেকে চালের বস্তা আড়তের সামনে নামানো হচ্ছিল। চালের বস্তাগুলো খাদ্য অধিদফতরের সিলযুক্ত।

সরকারি চাল নামানো হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে পুলিশ যায়। পরে দেখা যায় ঘটনা সত্য এবং ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে আড়তমালিক দেলোয়ার হোসেন দিলু এবং চালক মো. মাসুদকে আটক করা হয়েছে। চালকসহ কাভার্ডভ্যান থানায় নিয়ে যাওয়া হয়েছে।

বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার, ইউএনও তানিয়া আফরোজ জানান, আড়তদার যে তথ্য দিয়েছেন, তাতে অসংলগ্নতা রয়েছে। কিন্তু চালগুলো সরকারি এবং এগুলো বাইরে বিক্রি করা নিষিদ্ধ। সে কারণে তার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে।

একই সঙ্গে তিনি যাদের কাছ থেকে চাল কিনেছেন, সেখানেও অভিযান চালানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here