লিনকে ছেড়ে বড় ভুল করেছে কলকাতা: যুবরাজ

0
110

বাংলা খবর ডেস্ক: ২০২০ সালের ২৩ মার্চ আনুষ্ঠানিকভাবে পর্দা উঠবে আইপিএলের ত্রয়োদশ সংস্করণের। আগামী ১৯ ডিসেম্বর সিটি অব জয় কলকাতায় হবে এবারের আসরের মেগা নিলাম। এর আগেই ঢেলে দল সাজাতে তৎপর কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ইতিমধ্যে গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের ধরে রেখে বাকি খেলোয়াড়দের ছেড়ে দিয়েছেন তারা।

বাদ দেয়া ক্রিকেটারদের তালিকায় রয়েছেন অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস লিন। ভারতের সাবেক ক্রিকেটার যুবরাজ সিং মনে করেন, অজি ব্যাটিং মায়েস্ত্রোকে ছেড়ে দিয়ে মস্ত বড় ভুল করেছে কেকেআর।

চলমান আবুধাবিতে টি-১০ লিগে মারাঠা আরবিয়ানসের হয়ে খেলছেন লিন। সোমবার রাতে ৩০ বলে ৯১ রানের বিস্ফোরক ইনিংস খেলেন তিনি। এর আগে টি-১০ লিগে সর্বোচ্চ রানের ইনিংস ছিল ইংল্যান্ডের মারকাটারি ব্যাটসম্যান অ্যালেক্স হেলসের। তিনি ৩২ বলে করেন ৮৭ রান, যা টপকে গেছেন অস্ট্রেলীয় ওপেনার।

যুবরাজ মনে করেন, ঝড়ো ইনিংসের মাধ্যমে কেকেআর মালিক শাহরুখ খানকে জবাব দিয়েছেন লিন। তিনি বলেন, অজি ব্যাটার দুর্ধর্ষ ইনিংস খেলেছে। অবিশ্বাস্য সব শট মেরেছে।

যুবি যোগ করেন,‌ আইপিএলে সবসময় লিনকে দেখতে চাই। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে দারুণ শুরু করতে পারত সে। আমি বুঝতে পারছি না কেন তাকে ছেড়ে দিল তারা। আমার মনে হয়, এটি ভুল সিদ্ধান্ত। টর্নেডো ইনিংস খেলে কেকেআরকে একটা বার্তা দিল ও।

যুবরাজকে এবার ছেড়ে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। আইপিএলে এ বছর তিনি সুযোগ পাবেন কিনা তা বলা মুশকিল। তবে বিশ্বের নানা প্রান্তে এখন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে বেড়াচ্ছেন এ অলরাউন্ডার।

৩৭ বছর বয়সী ক্রিকেটারের সংযোজন, ‌আগামী দুই ‌বছরে এ রকম প্রচুর ফ্র্যাঞ্চাইজি লিগ হবে। এর বেশ কয়েকটা লিগে আমি খেলব। সারাবছর না খেলে ২-৩ মাস ক্রিকেট খেলাটা ভালো। আমি এ টুর্নামেন্টগুলো বেশ উপভোগ করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here