অস্ট্রেলিয়ার আরও উন্নতি করার সুযোগ রয়েছে: টিম পাইন

0
76

বাংলা খবর ডেস্ক: সিরিজের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানকে হারানোর পরও নিজ দলের আরও উন্নতি করার ক্ষেত্র রয়েছে বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক টিম পাইন। একই সাথে সতীর্থ ব্যাটসম্যান ও বোলারদের গুণগত মানেরও প্রশংসা করেছেন তিনি।

রবিবার গাব্বায় দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে সহজেই ইনিংস ব্যবধানে জয়লাভ করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে পাকিস্তানকে ২৪০ রানে অলআউট করার পর জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৫৮০ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। এবার দ্বিতীয় ম্যাচে আগামী শুক্রবার এডিলেডে দিবা-রাত্রির টেস্ট ম্যাচে মুখোমুখি হবে দল দুটি। এর আগে গোলাপী বলে পাঁচটি টেস্টের সবকটিতেই জয়লাভ করেছে অস্ট্রেলিয়া।

সাম্প্রতিক এ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার টপ অর্ডার ব্যাটসম্যানরা ধুকলেও ব্রিসবেনে তারা দারুণ কার্যকরি ছিল। এক মুহুর্তের জন্যও তারা দলকে শংকিত করেনি। ডেভিড ওয়ার্নার ১৫৪ রান এবং তার ওপেনিং পার্টনার জো বার্নস ৯৭ রান সংগ্রহ করেছেন। তিন নম্বরে ব্যাটসম্যান মার্নাস লাবুশেন করেন ১৮৫ রান। স্বাগতিক দলের হয়ে একমাত্র ব্যর্থ ব্যাটসম্যানের নাম চার রান সংগ্রহ করা স্টিভ স্মিথ। যিনি ইংল্যান্ডের মাটিতে দারুণ সফল ছিলেন।

অবশেষে অস্ট্রেলিয়া তাদের দীর্ঘ প্রতিক্ষিত শীর্ষ তিন খুঁজে পেয়েছে কিনা জানতে চাইলে জবাবে পাইন বলেন, ‘হ্যাঁ বলার সময় এখনো আসেনি। এক ইনিংসে পুরো গ্রীষ্মের বিচার করা যায় না। তবে যে ইতিবাচক খেলা আমরা প্রদর্শন করেছি তাতে সবাই খুবই খুশি।’

অ্যাশেজে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাকিয়ে লাবুশেন নিজের সম্ভাবনার জানান দিয়েই রেখেছিলেন। পাইনের মতে ‘অবশেষে তিনি বড় মঞ্চে পৌঁছে গেছেন।’

অসি অধিনায়ক বলেন, ‘মাঠে এবং ড্রেসিং রুমেও সে আমাদের শক্তি জুগিয়েছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে যত দিন যাচ্ছে ততই সে উন্নতি করছে। এটি অস্ট্রেলীয় দলের জন্য দারুণ ব্যাপার।’

প্যাট কামিন্স, জস হ্যাজেলউড ও মিচেল স্টার্কের সমন্বয়ে গড়ে উঠা অসি পেস আক্রমণও ছিল দুর্দান্ত। এডিলেডে বিকল্প অস্ত্র হিসেবে যুক্ত হবেন জেমস প্যাটিনসন। যিনি সতীর্থ এক খেলোয়াড়ের সঙ্গে দুর্ব্যবহারের জন্য ব্রিসবেনে নিষিদ্ধ হয়েছিলেন।

দ্বিতীয় টেস্টেও একই দল রাখার পক্ষে পাইন। তবে সেটি নির্ভর করছে এডিলেড ওভালের উইকেটের উপর। অসি অধিনায়ক বলেন, ‘আমার মতে বোলাররা যা করেছে তা এক কথায় অসাধারন। চার দিনের মধ্যেই ২০টি উইকেট তুলে নিয়েছেন তারা। তবে প্রথম দুই টেস্টের স্কোয়াড গঠিত হয়ে গেছে। এখন আমরা এডিলেডে গিয়ে কন্ডিশন দেখব। সেখানে আমাদের গোলাপী বলে খেলতে হবে। সুতরাং এই বিষয়টিও বিবেচনায় আনতে হবে।’

এই নিয়ে অস্ট্রেলিয়ায় টানা ১৩ টেস্টে পরাজিত হল পাকিস্তান। বিষয়টি ভেবে দেখার মত। তবে দ্বিতীয় ইনিংসে তাদের ৩৩৫ রানের সংগ্রহও ইতিবাচক। যেখানে বাবর আজমের সেঞ্চুরির পাশাপাশি উইকেট রক্ষক মোহাম্মদ রিজোয়ান সংগ্রহ করেছেন ৯৫ রান।

পাকিস্তান অধিনায়ক আজহার আলী মনে করেন, তাদের অধিকাংশ খেলোয়াড়ের জন্যই শুভ লক্ষণ’। যদিও প্রথম ইনিংসে ভাল সংগ্রহ করতে ব্যর্থ হয়েছে তারা। পাকিস্তান অধিনায়ক বলেন, ‘বাবর ও রিজওয়ান পথ দেখিয়েছেন। শান (মাসুদ) ও খুবই ভাল খেলেছেন। অস্ট্রেলিয়া সব সময় কঠিন প্রতিপক্ষ হিসেবেই আমাদের সামনে আসে। তবে এখানকার উইকেট খুবই ভাল। প্রথম ইনিংসে আমরা সুযোগ হাতছাড়া করেছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here