জোড়া সেঞ্চুরিতে শক্ত জবাব দিচ্ছে ইংল্যান্ড

0
64

বাংলা খবর ডেস্ক: ‘লম্বা সময় ব্যাট করো, যাতে দ্বিতীয়বার নামতে না হয়’- হ্যামিল্টন টেস্টের দ্বিতীয় দিন সতীর্থদের উদ্দেশ্যে এ বার্তাই দিয়েছিলেন ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড। তার বলা এই বার্তাটি বেশ ভালোভাবেই রাখছেন ইংল্যান্ডের ব্যাটসম্যানরা।

অধিনায়ক জো রুট ও ওপেনার ররি বার্নসের সেঞ্চুরিতে ম্যাচের তৃতীয় দিন শেষে শক্ত অবস্থানেই রয়েছে ইংল্যান্ড। তবে তারা এখনও পিছিয়ে ১০৬ রানে, হাতে আছে ৬টি উইকেট।

তৃতীয় দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ২৬৯ রান। জো রুট ১১৪ এবং অলিল পোপ ৪ রানে অপরাজিত রয়েছেন। নিজেদের প্রথম ইনিংসে ৩৭৫ রানে অলআউট হয়েছিল নিউজিল্যান্ড।

আজ (রোববার) সকালে ২ উইকেটে ৩৯ রান নিয়ে ব্যাটিং শুরু করেছিলেন বার্নস ও রুট। এ দুজনের জুটি ভাঙে দলীয় ২০১ রানের মাথায়। তৃতীয় উইকেটে ১৭৭ রান যোগ করে ফেরার সময় বার্নসের নামের পাশে লেখা হয়ে যায় ১০১ রানের ইনিংস। টেস্ট ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি।

বার্নস আউট হওয়ার পর সেঞ্চুরি করেন রুটও। অন্যপাশে বেন স্টোকস ২৬ ও জ্যাক ক্রাওলি আউট হয়ে যান মাত্র ১ রান করে। তবে ক্যারিয়ারের ১৭তম সেঞ্চুরি তুলে নিয়ে ১১৪ রানে অপরাজিত রয়েছেন রুট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here