অন্তুর প্রথম, আন্নীর অভিষেক

0
53

বাংলা খবর ডেস্ক: ইমরান-শফিকুলের চলমান সম্পর্ক গুরু-শিষ্যের মতো। যার প্রথম রেশ পাওয়া যায় গত আগস্টে ‘ভাবতে ঘেন্না লাগে’ গানচিত্রটির মাধ্যমে। সিএমভি’র ব্যানারে প্রকাশিত সেই গানটি দিয়ে দারুণ আলোচনায় আসেন শফিকুল।

প্রথম মৌলিক গানের সফলতার রেশ কাটতে না কাটতে চার মাসের ব্যবধানে আবারও নতুন গান নিয়ে হাজির হচ্ছেন এই গুরু-শিষ্য। গানটির নাম ‘মন বইলা কিছু নাই’। স্নেহাশীষ ঘোষের কথায় এর সুর-সংগীত করেছেন ইমরান। আর গল্পনির্ভর ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা।

উল্লেখযোগ্য তথ্য হলো, এই গানের ভিডিওর মাধ্যমে প্রথম ফোক ঘরানার চরিত্রে হাজির হচ্ছেন মডেল-অভিনেতা অর্ণব অন্তু। অন্যদিকে তার বিপরীতে কাজ করা আন্নী মাচ্ছানিয়াদ এবারই প্রথম কাজ করলেন মিউজিক ভিডিওতে।

অর্ণব অন্তু বলেন, ‘এত ছোট মানুষের কণ্ঠে এমন অসাধারণ গান আর শুনিনি। আমি সত্যিই বিস্মিত শফিকুলের কণ্ঠ শুনে। সেজন্যই, প্রথম গ্রামের চরিত্রে অভিনয় করতে দ্বিধা করিনি। আর আমার সহশিল্পী আন্নী এবারই প্রথম কাজ করলো মিউজিক ভিডিওতে। একসঙ্গে দুটি প্রথম। আশা করছি কাজটি দেখে সবার ভালো লাগবে।’

শুটিংয়ে অন্তু ও আন্নীঅন্যদিকে গানটির সংগীত পরিচালক ইমরান বলেন, ‘আমি আগেও বলেছি, শফিকুলকে আমাদের ধরে রাখতে হবে। কারণ, এমন কণ্ঠ সচরাচর মেলে না। সেই ভাবনা থেকেই প্রথম গানটি নিজ আগ্রহে করি। প্রকাশের পর অবিশ্বাস্য সাড়া পাই সবার কাছ থেকে। এরপর থেকেই আমাদের নতুন গানের জন্য চারদিক থেকে প্রেসার অনুভব করি। প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি থেকেও আগ্রহ পাই। এটুকুই বলবো, অডিও-ভিডিও মিলিয়ে প্রথমটির চেয়ে এবারের গানটি বেশি ভালো হয়েছে। শফিকুলকে নিয়ে এভাবে আরও কাজ করে যেতে চাই।’

গানটির ভিডিওর মূল দুটি চরিত্রে অন্তু-আন্নী অভিনয় করলেও, সংগীতশিল্পীর ভূমিকায় ভিন্ন আয়োজনে দেখা যাবে ইমরান-শফিকুলকে।
গান-ভিডিওটির প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ৫ ডিসেম্বর সিএমভি’র ইউটিউব চ্যানেলসহ দেশের বিভিন্ন অডিও-ভিডিও স্ট্রিমিং সাইটে অবমুক্ত করা হবে ‘মন বইলা কিছু নাই’ গানচিত্রটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here