সুদানে ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৩

0
80

বাংলা খবর ডেস্ক: সুদানের রাজধানী খার্তুমে একটি ফ্যাক্টরিতে বিস্ফোরণ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৩ জন নিহত হয়েছে। আহত শতাধিক। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির সরকার এই তথ্য জানিয়েছে। খবর আল জাজিরা ও রয়টার্সের।

মঙ্গলবার দেশটির সরকারের দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৩০ জন আহত হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হচ্ছে, উত্তর খার্তুমের একটি সিরামিকস ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের পর চারদিকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। একটি গ্যাস ট্যাঙ্কারে বিস্ফোরণ থেকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে খবরে বলা হচ্ছে।

সরকারের দেয়া বিবৃতিতে বলা হয়েছে, আগুনে ওই ফ্যাক্টরি পুড়ে ছাই হয়েছে। আহতদের রক্ত দিতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে সুদান সরকার।

ওই ফ্যাক্টরির একজন কর্মী রয়টার্সকে বলেন, আমি বিস্ফোরণের শব্দ শুনে দৌড় শুরু করি। আমার পিছন পিছন আরো একজন দৌড়াতে থাকে। সে গুরুতর আহত হয়, আমি আমার পায়ে আঘাত পাই।

হুসেইন ওমর নামে এক স্বেচ্ছাসেবক বলেন, আমি ১৪ টি মৃতদেহ বের করে এনেছি যার সবগুলোই পুরোপুরি পুড়ে গেছে।
দেশটির মেডিক্যাল সূত্র বলছে, হতাহতদের মধ্যে অনেক দেশের কর্মীও আছেন। এদের মধ্যে কয়েকজন এশীয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here