নেপালকে উড়িয়ে বাংলাদেশি মেয়েদের দুর্দান্ত জয়

0
65

দক্ষিণ এশিয়ান গেমসের ত্রয়োদশ আসরে গতকাল মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত জয় দিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশের মেয়েরা। শ্রীলঙ্কার পর এবার নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালকে বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে লাল-সবুজের দল।

বুধবার নেপালের পোখারায় রঙ্গশালা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে নেপালকে ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এর আগে লঙ্কানদের বিপক্ষে সাত উইকেটে জিতেছিলেন সালমারা। টানা দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছেন বাংলাদেশের মেয়েরা।

এদিন নেপালের বিপক্ষে অভিষেক হয় রাবেয়া খানের। অভিষেকেই বল হাতে আলো ছড়িয়েছেন রাবেয়া। তাঁর দুর্দান্ত বোলিংয়ের সামনে ১৯.২ ওভারে মাত্র ৫০ রানে গুটিয়ে যায় নেপাল। দলের পক্ষে কেউই ২০-এর ঘর পার করতে পারেননি। রানের খাতা খুলতে পারেননি পাঁচ স্বাগতিক ব্যাটসম্যান। বাংলাদেশি বোলারদের সামনে টিকতেই পারেননি তাঁরা। দলের পক্ষে সর্বোচ্চ ১৩ রান করেছেন অধিনায়ক রুবিনা ছেত্রি। এ ছাড়া দুই অঙ্ক ছুঁয়েছেন সনু খাড়কা (১২) ও ইন্দু ভার্মা (১০)।

বল হাতে চারটি উইকেট নিয়েছেন অভিষিক্ত রাবেয়া। বিনিময়ে দিয়েছেন মাত্র ৮ রান। অন্যদিকে জাহানারা আলম নিয়েছেন দুটি উইকেট। সমান একটি করে নিয়েছেন নাহিদা আক্তার ও সালমা খাতুন।

জবাবে ব্যাট করতে নেমে ৭৪ বল হাতে রেখে ১০ উইকেটের বিশাল জয় তুলে নেয় বাংলাদেশ। দুই ওপেনারের মধ্যে মুর্শিদা খাতুন করেন ২৩ রান। আরেক ওপেনার আয়শা রহমান ২২ বলে করেন ২৬ রান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here