বিশ্বের নিখুঁত লক্ষ্যভেদী মানুষ একজন নারী

0
71

বাংলা খবর ডেস্ক: পুরুষকে হারিয়ে প্রথমবারের মত ওয়ার্ল্ড ডার্টস চ্যাম্পিয়ন হলেন ফ্যালন শেরোক। উত্তর লন্ডনের এ্যালি প্যালিতে টেড এভিটসকে ৩-২ সেটে হারিয়ে বিশ্বের প্রথম ‘ডার্টস’ চ্যাম্পিয়ন হন তিনি। নারীর শক্তিতে মূর্তমান হয়ে ওঠে প্রতিযোগিতার এ রাতটি।

উত্তর লন্ডনের ওই রাতে নারীর এ বিজয় শুধু লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে একধাপ অগ্রযাত্রা ছিল না বরং তা হয়ে ওঠে ফ্যালন শেরকের মন ও হৃদয় থেকে উৎসারিত এক অর্জন যা দর্শকদের লাখ করতালি ও উল্লাসে চারপাশে ছড়িয়ে পড়ে। মিরর/স্টার ইউকে

উইলিয়াম হিল পিডিসি চ্যাম্পিয়নশিপে ৫ বছরের ছেলে ররির মা ফ্যালন দিবাস্বপ্প থেকে বের হয়ে এসে এখন তার নাম ইতিহাসে সংযুক্ত করলেন। ২৫ বছরের এ নারী মঙ্গলবার রাতে লন্ডনের মিল্টন কেইনেস এলাকা থেকে এসে প্রতিযোগিতায় অবতীণ হন এবং তার সেই এলাকা ডেইলি শিল্পের জন্যেই কেবল বিখ্যাত। তার আগে অনেক নারী এ প্রতিযোগিতায় এসে যুৎসই পারফরমেন্স দেখাতে না পারলে দর্শকদের মধ্যে হাসির হুল্লোড় পড়ে যেত।

জয়ের পর তাই ফ্যালন বললেন, আমি সত্যিই খুব খুশি কারণ প্রমাণ করেছি নারীও এ খেলাটি খেলতে পারে এবং পুরুষকে ধরাশায়ী করতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here