কমিউনিটি উন্নয়নে উদ্যোক্তা বিশ্ববিদ্যালয়ের রূপরেখা

0
589

মিরপুর, ঢাকা:
প্ল্যানিং মিনিস্ট্রিতে উদ্যোক্তা বিশ্ববিদ্যালয়ের প্ল্যানিং চলছে। মেধাবী ভালো মানুষদের জড় করে মেধা, বুদ্ধি, নেটওয়ার্ক আর অভিজ্ঞতার সম্মিলন ঘটিয়ে বড় কিছু করা যেতে পারে। মিরপুর ক্লাবের যাত্রা শুরুই হয়েছে এই ধারনাকে কেন্দ্র করে। প্রশ্ন হোল, কত বড় আর কী কী করা যেতে পারে? উত্তরটি নিহিত আছে একটি সংখ্যার উপর, কতগুলো ডেডিকেটেড মানুষ আছে তার উপর। আমরা এই সংখাটা নির্ধারণ করেছি, সেটি হোল ১০ হাজার। প্রয়োগধর্মী বিদ্যা ব্যবস্থায় বিদ্যা সবার আগে প্রয়োজন। মিরপুর প্রফেশনালস এন্ড এন্টারপ্রেনারস ক্লাবের প্রতিষ্ঠিত কমিউনিটির নাম বেনটেনকে (BEN10K)। ভালো মানুষ তার নিজের শক্তি সম্পর্কেই জানে না। মিরপুর ক্লাব এই শক্তিকে টেনে বের করবে। তারই পরিকল্পনার ছক নিয়ে আলোচনা হোল আজ পরিকল্পনা মন্ত্রণালয়ে মাননীয় পরকিল্পনা মন্ত্রির সাথে। উদ্যোক্তা বিশ্ববিদ্যালয় হবে তার প্রথম ধাপ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here