নাগরিকত্ব আইন: জুমার পর বড় বিক্ষোভের আশঙ্কা, কঠোর অবস্থানে ভারত

0
441

বাংলা খবর ডেস্ক: বিতর্কিত নাগরিকত্ব আইনবিরোধী বিক্ষোভে দুই সপ্তাহ ধরে ফুঁসছে ভারত। দেশজুড়ে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা ও বেশ কয়েকটি রাজ্যে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে সাধারণ মানুষ।

শুক্রবার জুমার নামাজকে কেন্দ্র করে এই বিক্ষোভ আরও বড় আকারে রূপ নিতে পারে আশঙ্কা করছে দেশটির কেন্দ্রীয় সরকার। বিক্ষোভ ঠেকাতে নেয়া হয়েছে কঠোর পদক্ষেপ ।

আগ্রা, আলিগড়সহ উত্তরপ্রদেশের ৮ জেলায় বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট। এ ছাড়া স্পর্শকাতর এলাকাগুলোয় মোতায়েন করা হয়েছে বাড়তি নিরাপত্তা সদস্য।

গত শুক্রবার জুমার নামাজের পর নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে ব্যাপক বিক্ষোভ হয় উত্তর প্রদেশের মসজিদগুলোতে। সংঘর্ষ ও সহিংসতায় কেবল এ রাজ্যেই নিহত হয়েছে ২১ জন।

বিক্ষোভকারীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে রাজ্যের যোগী আদিত্যনাথ সরকার। সংখ্যালঘু মুসলিমদের ঘরে ভাংচুরসহ দোকানপাটে তালা লাগিয়ে দেয়া হয়েছে।

সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ৩২৭টি মামলা দায়ের করা হয়েছে রাজ্যটিতে। কোথাও ভাঙচুর বা সরকারি সম্পদ বিনষ্ট হলে বিক্ষোভকারীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ আদায়ের হুমকি দিয়েছে রাজ্য সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here