বরিশালে ভারী বৃষ্টি আর শীতে বিপর্যস্ত জনজীবন

0
639

বাংলা খবর ডেস্ক: মৌসুমী বায়ুর প্রভাবে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে বরিশালসহ দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টি হয়েছে। শুক্রবার সকাল ৮টায় মুশলধারে বৃষ্টি শুরু হয়ে শেষ হয় প্রায় ৯টায়।

এর আগে বৃহস্পতিবার রাত ৯টার পর থেকে একই কারণে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। চলে গভীর রাত পর্যন্ত। বৃহস্পতিবার রাত ৯টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ১০.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। বৃষ্টিভাব আরও ২/১ দিন অব্যাহত থাকতে পারে বলে স্থানীয় আবহাওয়া অফিস আভাস দিয়েছে।

এদিকে, আকস্মিক বৃষ্টিতে চরম বিড়ম্বনার শিকার হন জনসাধারণ। বিশেষ করে শুক্রবার সকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীরা পড়েন চরম দুর্ভোগে। বৃষ্টির কারণে অনেকেই যথা সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারেননি।

শুক্রবার সকালে বরিশালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here