সাবেক ছাত্রনেতাদের নিয়ে যা বললেন সিদ্দিকী নাজমুল

0
101

রাজনীতিতে সাবেক ছাত্রনেতাদের কর্মকাণ্ড ও বর্তমান অবস্থান তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। বাংলাদেশ প্রতিদিনের পাঠকদের জন্য তা হুবুহু তুলে ধরা হল:

ইস্ত্রি করা চকচকে কাপড় পরে সমাজের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় বর্তমান পলিটিশিয়ানদের সাথে তাল মিলিয়ে,
সচিব ডিজিদের স্যার ডাকতে পারে না কেউ কেউ,
কাজ করার আগেই পার্সেন্টেইজ দিতে পারে না অনেকেই,
বাসাই গিয়ে বউ এর লগে গপ্প মারে, ‘আজ গণভবনে নেত্রীর সাথে দেখা করে আসলাম’। অথচ ‘পাস’ যে ব্যক্তি দেন তিনি কিন্তু ফোনও ধরেননি।

কোনভাবে টিভিতে নিজের চেহারাটা দেখানোর যুদ্ধে নব্যদের সাথে ধস্তাধস্তিতে পেরে উঠে না অনেকেই,
সর্বস্ব বিক্রি করে হলেও ভালো থাকার অভিনয় করতে হয়,
অনুপ্রবেশকারীদের সাথে বড় নেতাদের উপঢৌকন দেওয়ার প্রতিযোগিতায় না পেরে উঠার কারণে কোনও মন্ত্রীর বা নেতার আস্থাভাজন হয়ে উঠতে পারে না,
বর্তমানদের ব্যাপারেও নিজস্ব মতামত দিতে পারে না, যদি কেউ মাইন্ড করে!

উপরের মানুষগুলোর নাম সাবেক ছাত্রনেতা!
তবে বাটপার একটা শ্রেণি আছে যারা শুধু ড্রইংরুম পলিট্রিক্স করে মিথ্যা ইতিহাসের আশ্রয় নিয়ে বাগিয়ে নিয়েছে অনেক কিছু।

২০০৮ সালের পরে আসলে সাবেক ছাত্রনেতার সংজ্ঞাটিও বদলে দিয়েছে অনেকে।
কোথাকার কোন … সেও, সাবেক ছাত্রনেতার কোটা চায়।

কথায় আছে
সময়ের অদৃষ্ট কাল
বিলাই চাটে বাঘের গাল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here