১৫ জানুয়ারি চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি : ট্রাম্প

0
72
(FILES) In this file photo taken on January 25, 2019 US President Donald Trump speaks about the government shutdown from the Rose Garden of the White House in Washington, DC. - President Donald Trump on January 30, 2019 attacked the US intelligence services as "naive" and "wrong" on the threat he says is posed by Iran. "Perhaps Intelligence should go back to school!" Trump said in a blistering tweet. (Photo by Alex Edelman / AFP)

বাংলা খবর ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী ১৫ জানুয়ারি যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে বাণিজ্য চুক্তি হবে।

গতকাল মঙ্গলবার টুইটার বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প জানান, হোয়াইট হাউজে বেইজিংয়ের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রথম পর্যায়ের বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করবেন তিনি। এরপর তিনি চীন সফরে গিয়ে পরবর্তী ধাপের চুক্তির জন্য আলোচনা শুরু করবেন।

চুক্তির বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। তবে ধারণা করা হচ্ছে, এর মাধ্যমে চীন যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন কৃষি পণ্য ও জ্বালানি ক্রয় করবে। চীন চুক্তির বিষয়ে কিছু জানায়নি। সূত্র: রয়টার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here