ভৈরবে পীরের বিরুদ্ধে থানায় অভিযোগ

0
116

বাংলা খবর ডেস্ক: কিশোরগঞ্জের ভৈরব উপজেলার উমনাথপুর গোলে মদিনা দরবার শরিফের পীর আবুল বাশারের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

পবিত্র হজ নিয়ে কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত আনায় বৃহস্পতিবার রাতে পীর আবুল বাশারের বিরুদ্ধে অ্যাডভোকেট আমিনুল ইসলাম এ অভিযোগটি করেন।

অভিযোগে বলা হয়, গত কয়েকদিন আগে ওই মাওলানা পীর হবিগঞ্জের একটি ওয়াজ মাহফিলে পবিত্র হজসহ ইসলামী অনুশাসন নিয়ে ইচ্ছাকৃতভাবে ধর্মীয় বিষয়ে আক্রমণাত্মক মিথ্যা, ভিত্তিহীন উদ্দেশ্যপ্রণোদিত এবং ধর্মীয় মূল্যবোধে আঘাত করে ওয়েবসাইটের ফেসবুক ও ইউটিউবে প্রচার করেন। তার এই বক্তব্যে বিভিন্ন শ্রেণি বা সম্প্রদায়ের মধ্য শত্রুতা, ঘৃণা বা বিদ্বেষ সৃষ্টি করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট, অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির উপক্রম হয়েছে।

অ্যাডভোকেট আমিনুল ইসলাম জানান, মাওলানা পীর আবুল বাশারের বাড়ি ভৈরবের উপনাথপুর গ্রামে। তিনি গত কয়েকদিন আগে হবিগঞ্জে ওয়াজ মাহফিলে পবিত্র হজ নিয়ে কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সমাজের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করেছেন।

এ ব্যাপারে মাওলানা পীর আবুল বাশারের সঙ্গে তার বাড়ি ও মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। এ কারণে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

ভৈরব থানার ওসি শাহিন জানান, অ্যাডভোকেট আমিনুল ইসলামের অভিযোগটি বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় হাতে পেয়েছি। বিষয়টি স্পর্শকাতর। তাই এ বিষয়ে আমি কিশোরগঞ্জ পুলিশ সুপারকে অবগত করেছি। পুলিশ সুপারের পরামর্শ অনুযায়ী অভিযোগটি তদন্ত করব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here