মাগুরায় চিকিৎসকের কারাদণ্ড, জামিনে মুক্তি

0
70

বাংলা খবর ডেস্ক: ভুল অস্ত্রপচারে রোগীর পঙ্গুত্বের দায়ে মাগুরা সরকারি মাতৃ সদনের চিকিৎসক ডা. নন্দ দুলাল বিশ্বাসকে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার মাগুরার মুখ্য বিচারিক হাকিম মোহাম্মদ জিয়াউর রহমান এই দণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ওয়াজেদা সিদ্দিকী জানান, ২০১২ সালের ১৩ মার্চ সন্ধ্যায় চিকিৎসক নন্দ দুলাল মাগুরা শহরের আরোগ্য ক্লিনিকে জেলার সদর উপজেলার হাজিপুর গ্রামের প্রসূতি সালমা খাতুনের শরীরে সিজারিয়ান অপারেশন করেন। এ সময় ডাক্তার রোগীর মূত্রনালী কেটে ফেলেন। এতে সালমা খাতুন পরবর্তীকালে পঙ্গুত্ববরণ করেন।

এ ঘটনার দায়ে ওই বছরের ৩ মে তারিখে সালমা খাতুনের স্বামী নুরুল হাকিম তুহিন বাদী হয়ে মাগুরার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে মামলা দায়ের করেন।

অ্যাডভোকেট ওয়াজেদা সিদ্দিকী জানান, আদালত মামলাটি আমলে নিলে মাগুরা সদর থানার তৎকালীন এসআই জাবিদ হাসান তদন্ত শেষে ২০১৩ সালের ৭ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

তবে আসামিপক্ষের আইনজীবী আপিলের শর্তে একই আদালতে জামিন আবেদন করলে আদালত চিকিৎসক নন্দ দুলাল বিশ্বাসকে জামিনে মুক্তি দিয়েছেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কুমুদ রঞ্জন বিশ্বাস জানান, আগামী ৩০ দিনের মধ্যে আপিলের শর্তে একই আদালতের বিচারক আসামির জামিন মঞ্জুর করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here