লেবাননে মুজিববর্ষের ক্ষণগণনা শুরু

0
78

বাংলা খবর ডেস্ক: লেবাননের বৈরুতে বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উদযাপনে ক্ষণগণনার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। এছাড়া দূতাবাসে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসও পালিত হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) ক্ষণগণনার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। বৈরুত দূতাবাসের শ্রম সচিব আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার।

রাষ্ট্রদূত বলেন, ‘১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ও বিজয় পূর্ণতা পায়। এ দিনে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘পুরো বিশ্বের সঙ্গে একাত্ম হয়ে লেবাননের বাংলাদেশ দূতাবাস শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনের জন্য বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করবে।’ তিনি অনুষ্ঠানগুলো সার্থক ও সফল করার জন্য লেবাননে বাংলাদেশ প্রবাসীদের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুর সংগ্রামী ও কর্মময় জীবনের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here