বিদেশি মসজিদে অর্থায়ন বন্ধ করছে সৌদি আরব

0
113

বাংলা খবর ডেস্ক: সৌদি আরবের সাবেক বিচারমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল কারিম ঈসা বলেছেন, বিদেশের মসজিদে আর অর্থায়ন করবে না সৌদি আরব। তবে ইতোমধ্যে যেসব মসজিদে সৌদি অর্থায়ন করেছে সেগুলো ‘নিরাপদ হাতে’ হস্তান্তর করা হবে।

শনিবার আরবি ভাষার সংবাদমাধ্যম আরাবি২১-এর বরাত দিয়ে এক প্রতিবেদন প্রকাশ করে মিডলইস্ট মনিটর।

এছাড়াও সুইজারল্যান্ডভিত্তিক সংবাদমাধ্যম লে মাতিন দিমাঞ্চের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি অর্থায়নকৃত মসজিদ গুলো স্থানীয় কর্তৃপক্ষের সহযোগিতায় প্রতিটি মসজিদের জন্য প্রশাসনিক কাউন্সিল গঠন করা হবে।

সৌদি আরবের সাবেক বিচারমন্ত্রী আরও জানান, জেনেভা মসজিদটি একটি সুইস প্রশাসনিক কাউন্সিলের হাতে হস্তান্তরের সময় এসেছে, যারা এই অঞ্চলের মুসলমানদের প্রতিনিধিত্ব করে। সেখানে একজন নির্বাচিত আলেম থাকা উচিত।

তিনি জানান, ‘নিরাপত্তাজনিত কারণে’ বিশ্বজুড়ে এ ধরনের সব মসজিদের ব্যাপারেই একই রকম ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here