বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে ৫ ক্ষেপণাস্ত্র হামলা

0
96

বাংলা খবর ডেস্ক: ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসের কাছে ৫ ক্ষেপণাস্ত্র হামলা চালানোর খবর পাওয়া গেছে। এ ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

রবিবার বাগদাদের গ্রিন জোনে এসব রকেট আঘাত হেনেছে।

ইরাকের টাইগ্রিস নদীর কাছে পশ্চিমাংশে যেখানে অধিকাংশ বিদেশি দূতাবাস রয়েছে, সেখান থেকেও ক্ষেপণাস্ত্রের আঘাত হানার শব্দ শোনা গেছে বলে জানিয়েছে ওই অঞ্চলে অবস্থানরত সংবাদকর্মীরা।

প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি ইরানের বিপ্লবী গার্ড বাহিনী কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার প্রতিশোধ নিতে ইরাকে অবস্থিত দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে এক ডজনের বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here