করোনায় আক্রান্ত তরুণ চিকিৎসকের মৃত্যু

0
655

বাংলা খবর ডেস্ক: চীনে প্রাণঘাতী করোনা ভাইরাসের সঙ্গে যুদ্ধ করে মারা গেলেন সং ইংজি নামে এক চিকিৎসক। ১০ দিনের নিরবচ্ছিন্ন লড়াইয়ের পর হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান ২৭ বছর বয়সী এ তরুণ চিকিৎসক। তীব্র শীতের মধ্যে গত ২৫ জানুয়ারি থেকে একটানা কাজ করার পর সোমবার তিনি মারা যান। করোনা ভাইরাসের প্রতিরোধ যুদ্ধে সামনের সারিতে থেকে লড়াই করেছেন তিনি।

সং ইংজি চীনের হুনান শহরের গাড়িচালকদের শরীরের তাপমাত্রা পরীক্ষায় নিয়োজিত ছিলেন। মহামারি আকারে দেখা দেয়া বিরল রোগ করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে নিজের জীবন উৎসর্গের জন্য বীর হিসেবে প্রশংসিত হচ্ছেন তিনি।

চীনের হেংশান প্রদেশের কাইয়ুন শহরের বাসিন্দা ছিলেন সং। তার দুই বছরের বড় বোনও বর্তমানে উহানে দুই সপ্তাহ ধরে কোয়ারান্টিনে আটকে আছেন।

প্রাণঘাতী করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় চীনে আরও ৭০ জন মারা গেছেন। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬৪ জনে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here