ঢাকা, গাইবান্ধা ও বাগেরহাটের উপ-নির্বাচন ২১ র্মাচ

0
81

বাংলা খবর ডেস্ক: ঢাকা-১০, গাইবান্ধা-৩ এবং বাগেরহাট-৪ আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১ মার্চ এ তিন আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের ৬০তম কমিশন সভা শেষে ইসি সচিব মো. আলমগীর এ সিদ্ধান্তের কথা জানান।

তফসিল অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। তা যাচাই-বাছাই চলবে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৮ ফেব্রুয়ারি। ২৯ ফেব্রুয়ারি প্রার্থীতা প্রত্যাহার এবং ১ মার্চ প্রতীক বরাদ্দ হবে।

এই তিন আসনের মধ্যে ঢাকা-১০ আসনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে। আর গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনে ভোট হবে ব্যালটে।

ঢাকাবাসীর কথা চিন্তা করে ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনের প্রচারণায় মাইক ও পোষ্টার ব্যবহার বন্ধের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রার্থীদের সঙ্গে আলোচনা সাপেক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here