ডিএমপি থেকে বিএনপি ফিরল শূন্যহাতে

0
393

বাংলা খবর ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবন্দির দুই বছর পূর্ণ হচ্ছে আগামী ৮ ফেব্রুয়ারি। দলের পক্ষ থেকে দিবসটি উপলক্ষে দুদিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই লক্ষ্যে নয়াপল্টনে সমাবেশ করার অনুমতি চাইতে গিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকে শূন্যহাতে ফিরেছে বিএনপি।

এ বিষয়ে সমাবেশের অনুমতির বিষয়ে ডিএমপির কাছে চিঠি দিয়েছিল বিএনপি।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলামের সঙ্গে দেখা করেন।

এ সময় ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম বিএনপির প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, ‘ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে অনুমতির বিষয়টি বিএনপিকে যথা সময়ে জানিয়ে দেয়া হবে।’

এ বিষয়ে বিএনপির প্রতিনিধিদলে থাকা অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ গণমাধ্যমকে বলেন, ‘আমরা পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলামের সঙ্গে কথা বলেছি। তিনি আমাদের বলেছেন– পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে অনুমতির বিষয়টি পরে জানিয়ে দেবেন।’

প্রসঙ্গত, আগামী ৮ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবন্দির দুই বছর পূর্তি উপলক্ষে দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সারা দেশে খালেদা জিয়ার রোগ ও কারামুক্তি চেয়ে মসজিদে মসজিদে দোয়া করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here