যুক্তরাজ্যের নতুন অর্থমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক

0
541

বাংলা খবর ডেস্ক: হঠাৎই পদত্যাগ করলেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী পাকিস্তানি বংশোদ্ভূত সাজিদ জাভিদ। দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন যখন তার মন্ত্রিসভা পুনর্গঠিত করছেন, ঠিক তখন অপ্রত্যাশিতভাবে পদত্যাগের ঘোষণা দিলেন সাজিদ।

তার পদত্যাগের পরপরই যুক্তরাজ্যের নতুন অর্থমন্ত্রী নিযুক্ত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক।

ব্রিটেনভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ৩৯ বছর বয়সী ঋষি সুনককে যুক্তরাজ্যের নতুন অর্থমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন প্রধানমন্ত্রী বরিস জনসন।

কে এই ঋষি সুনক?

ঋষি সুনক ব্রিটেনের রাজস্ব প্রধান সচিব পদে নিযুক্ত ছিলেন। সাত মাস আগে গৃহায়ন মন্ত্রণালয়ের জুনিয়রমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন ঋষি।

বিবিসি জানিয়েছে, সুনক ২০১৫ সালে যুক্তরাজ্যের ইয়র্কশায়ারের রিচমন্ড এলাকা থেকে নির্বাচত সংসদ সদস্য। তার জন্ম যুক্তরাজ্যের হ্যাম্পশায়ারে।

তবে সুনকের পূর্বপুরুষরা ভারতের পাঞ্জাবের অধিবাসী। অনেক বছর আগে সুনকের পূর্বপুরুষরা পাঞ্জাব থেকে পূর্ব আফ্রিকায় অভিবাসিত হন। পরে সেখান থেকে যুক্তরাজ্যে গিয়ে স্থায়ী হন।

তবে সুনকের ভারতের সঙ্গে যোগসূত্রিতা রয়েই গেছে। তিনি ভারতীয় তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিসের চেয়ারম্যান এন আর নারায়ণমূর্তির মেয়ে অক্ষতা মূর্তিকে বিয়ে করেছেন।

উল্লেখ্য, সাজিদ জাভিদের হঠাৎ পদত্যাগের খবরে অবাক হয়েছেন ব্রিটেনবাসী।

এ বিষয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মন্ত্রীসভায় রদবদলের একটি সিদ্ধান্তের বিষয়ে প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে বিরোধের জেরে সাজিদ অর্থমন্ত্রী পদ থেকে সড়ে দাঁড়িয়েছেন।

জাভিদের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, জাভিদকে প্রধানমন্ত্রী জনসন নির্দেশ দিয়েছিলেন যে, দ্রুত সব বিশেষ উপদেষ্টাকে বরখাস্ত করে তাদের স্থানে প্রধানমন্ত্রী দফতরের বিশেষ উপদেষ্টাদের নিয়োগ দিতে। তিনি জাভিদকে বলেছিলেন, এমন একটি টিম গঠন করতে যাদের নিয়ে ঝামেলা ছাড়াই কাজ করা যায়।

কিন্তু জাভিদ প্রধানমন্ত্রীর এ নির্দেশ প্রত্যাখ্যান করে জবাব দিয়েছিলেন, ‘কোনো আত্মমর্যাদা সম্পন্ন মন্ত্রী’ এ ধরনের শর্ত মানতে পারেন না।

সেই ঘটনার জেরেই জাভিদ নিজেই পদত্যাগ করেছেন বলে মন্তব্য করছেন বিশ্লেষকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here