পঞ্চগড়ে দুই দিনব্যাপী চলছে জাতীয় নাট্যোৎসব

0
204

বাংলা খবর ডেস্ক: পঞ্চগড়ে চলছে দুই দিনব্যাপী জাতীয় নাট্যোৎসব। প্রথম দিনে মঞ্চায়িত হলো নাটক ‘মায়াচর’। এদিকে নীলফামারীতে একটি স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চস্থ হয় নৃত্যনাট্য ‘গাড়ীয়াল’।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পঞ্চগড়ে শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী নাট্যোৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন। পরে সরকার হায়দারের রচনা ও নির্দেশনায়, ভৃমিজ পঞ্চগড় নাট্যদল মঞ্চায়িত করে নাটক ‘মায়াচর’। উৎসবের দ্বিতীয় দিন মঞ্চায়িত হবে নাটক ‘১৯৭১’।

এদিকে নীলফামারীর সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চায়িত হয় আঞ্চলিক ভাষায় নির্মিত নৃত্যনাট্য ‘গাড়ীয়াল’। শিশির রঞ্জন রায়ের লেখা ও বেনতুলসানের নির্দেশনায় এ নাটকে বাল্যবিবাহের নানা কুফল তুলে ধরা হয়। স্থানীয় নাট্য শিল্পীরা এতে অভিনয় করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here