মার্কিন চাপের কাছে ইউরোপের নতিস্বীকার: জারিফ

0
174

বাংলা খবর ডেস্ক: ইরানের বিরুদ্ধে আমেরিকার অবৈধ নিষেধাজ্ঞায় ইউরোপ আনুগত্য করছে। তাদের এই আনুগত্য প্রমাণ করছে যে, তারা মার্কিন চাপের কাছে নতিস্বীকার করেছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) ইরানের মন্ত্রিপরিষদের এক বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ।

তিনি বলেন, ‘প্রতিরক্ষা এবং অর্থনৈতিক ক্ষেত্রে ইউরোপের কোনো দেশ স্বাধীন নয়। তারা মার্কিন নীতির কাছে আত্মসমর্পণ করেছে। তাই ইরানের প্রতি মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে সঠিক পথটি বেছে নিতে পারছে না ইউরোপ।’

এ সময় দেশটিতে ২১ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ১১তম জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে কথা বলেন জারিফ।

তিনি বলেন, ‘২১ ফেব্রুয়ারি ভোটারা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে ইরানের জনগণ আবারও প্রমাণ করবে যে, তাদের দেশের বিরুদ্ধে আমেরিকার সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হয়েছে।’

মার্কিন নীতিতে ইরানের জনগণের কোনো সমর্থন নেই তা আগেই প্রমাণিত বলে মন্তব্য করেন জারিফ।

জারিফ যোগ করেন, ‘প্রয়াত কুদস ফোর্সের প্রধান লেফটেন্যান্ট জেনারেল শহীদ কাসেম সোলাইমানির শোক র্যা লিতে লাখ লাখ ইরানি অংশ নিয়েছিল। এটি প্রমাণ করে যে, মার্কিন নীতির প্রতি ইরানিদের কোনো সমর্থন নেই। ইরানির স্বার্থবিরোধী যুক্তরাষ্ট্রের যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রস্তুত তারা।’

প্রসঙ্গত আগামীকাল ইরানের ২০৮টি সংসদীয় আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশটির সংসদীয় প্রতিনিধি নির্বাচন হলেও চলমান মার্কিন-ইরান উত্তেজনা পরিস্থিতিতে এ নির্বাচন বেশ গুরুত্ব বহন করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here