২০১৬ সালের পুনরাবৃত্তির শঙ্কা ডেমোক্রেট শিবিরে

0
72

বাংলা খবর ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের চূড়ান্ত প্রার্থী বাছাইয়ের লড়াইয়ে জো বাইডেন ও বার্নি স্যান্ডার্সের প্রতিদ্বন্দ্বিতা জমে ওঠেছে। আরও অনেক প্রার্থী থাকলেও মূল লড়াইটা হচ্ছে এ দুই জনের মধ্যেই। আর তাদের এই জোর প্রতিদ্বন্দ্বিতায় সমর্থকদের মধ্যে বিভক্তি তৈরি করতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে ডেমোক্রেট দলে। এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে এমন তথ্য দিয়েছে সিএনএন।

২০১৬ সালে বার্নি স্যান্ডার্স ও হিলারি ক্লিনটন এমন প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন। বার্নির সঙ্গে দীর্ঘ লড়াইয়ে শেষ পর্যন্ত প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের চূড়ান্ত মনোনয়ন পান হিলারি। কিন্তু নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ভরাডুবি হয় তার। সেই নির্বাচনে বার্নির অনেক সমর্থক ঘর থেকেই বের হননি। তারা হিলারির পক্ষে কাজ করতে রাজি ছিলেন না। যুক্তরাষ্ট্রে আবারও ঘনিয়ে এসেছে প্রেসিডেন্ট নির্বাচন। জো বাইডেনের প্রতিদ্বন্দ্বী সেই বার্নি। আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য নির্বাচনে ক্ষমতাসীন দল রিপাবলিকান থেকে ট্রাম্পই প্রার্থী হচ্ছেন। এবারও ডেমোক্রেটদের পরিণতি ২০১৬ সালের মতোই হয় কী না সেটাই এখন দেখার বাকি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here