ফ্লোরিডায় জরুরি অবস্থা জারি : ২৭তম এশিয়ান ফেয়ার স্থগিত

0
502

শিব্বীর আহমেদ: ওয়েস্ট পাম বীচ, ফ্লোরিডা : করোনা ভাইরাসের কারণে পুরো ফ্লোরিডা জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ফ্লোরিডা গভর্নর রন ডি সান্টিস সোমবার করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে জরুরি অবস্থা ঘোষণা করেন। ডি সান্টিস বলেন, এই ঘোষণার ফলে রাষ্ট্রীয় তহবিল এনে দেবে যা ফ্লোরিডাকে আরও কার্যকরভাবে সংহতকরণে সহায়তা করবে। ফ্লোররিডায় ১৮ জন করোনা ভাইরাস রোগীর মধ্যে দু’জন মারা গেছে বলে জানিয়েছে ফ্লোরিডা স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়াও আরো কয়েকজনের রোগীর পরীক্ষা নিরীক্ষা চলছে।

এদিকে আগামী ১৪ ও১৫ ই মার্চ ফ্লোরিডার নৈসর্গিক শহর ওয়েস্ট পালম বিচ’র সাউথ ফ্লোরিডা ফেয়ার গ্রাউন্ডে অনুষ্ঠিতব্য ২৭ তম এশিয়ান খাদ্য মেলা ও সাংস্কৃতিক শো স্থগিত করা হয়েছে। এক বার্তায় বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডার সভাপতি এম রহমান জাহির বলেন, করোনা ভাইরাসের কারণে পুরো ফ্লোরিডা জুড়ে জরুরি অবস্থা জারির ফলে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here