নারায়ণগঞ্জে মুজিব বর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন

0
445

বাংলা খবর ডেস্ক: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ‘মুজিব বর্ষ’ উপলক্ষে নারায়ণগঞ্জের আড়াইহাজারে আলোর পথযাত্রী পাঠাগারে উদ্বোধন করা হয়েছে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার। সোমবার (১৬ মার্চ) দুপুরে ছোট বিনাইরচর ফকিরবাড়ি পাঠাগার ভবনের পাশে এই কর্নার উদ্বোধন করেন রূপালী ব্যাংকের পরিচালক মুক্তিযোদ্ধা আবদুল বাছেত খান।

পাঠাগারের প্রতিষ্ঠাতা সফুরউদ্দিন প্রভাতের সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন কবি ও সাহিত্যিক মোশাররফ মাতুব্বর, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আল-আমিন, ব্রাহ্মন্দী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-আমিন মোল্লা সাজিদ, জাহাঙ্গীর আলম ভূইয়া, জহিরুল ইসলাম ফকির, পণ্ডিত মিয়া, ওমর আলী ফকির, জাকির হোসেন প্রমুখ।

মুক্তিযোদ্ধা বাছেত খান বলেন, এটি ক্ষুদ্রপরিসরে মুক্তিযুদ্ধের ওপর একটি পরিপূর্ণ কর্নার। এর মাধ্যমে দর্শনার্থীরা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে একটি পরিস্কার ধারণা পাবেন। আলোর পথযাত্রী পাঠাগারে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কিত বই পড়ে মুক্তিযুদ্ধের ইতিহাস ও বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here