যারা কোনকিছুতে সুখ পান না

0
207


ইকবাল করিম নিশান:
একটা মানব দল আছে, যারা কোনকিছুতে সুখ পান না। কোথাও থামতে পারেন না। সবকিছুতে উল্টা পথে হাঁটেন। উল্টা মানব যেন, উল্টা কথা বলবেনই। সরকার এটা কেন করলো না, তার সমালোচনা। করলে- কেন করলো তারও সমালোচনা। এই উল্টা মানবরাই কমলাপুর আর লঞ্চ ঘাটে ভিড় করছেন। আবার এও বলছেন, কেন গণপরিবহন আগে বন্ধ করলো না। আজব। নিজে চলে যাচ্ছেন গ্রামের বাড়ি, আবার ফেসবুকে লিখছেন, কেন সরকার গ্রামে যেতে দিচ্ছে? সব দায় সরকারের। হে নাগরিক, তোমাদের কি কোন দায় নাই দেশের প্রতি? কোন দায় নাই অন্য নাগরিকদের প্রতি? তোমাদের পরিবারের প্রতিও কোন দায় নাই? তোমরা যে শুধু ছিদ্র খুঁজে বেড়াচ্ছ, নিজের ছিদ্রটার খবর রাখ? তোমরা নিজে কি করেছো, কি করছো- এবার একটু তা নিয়ে ভাবো। তোমরাতো বাজার খালি করে ফেলছো, যাদের বাসায় খাবার নাই- ঐ দিনমজুর, রিক্সাওয়ালা, হকার আর বাদামওয়ালার কথা ভাবো এবার। নাকি তাও শুধু সরকার দেখবে?
এক ফেসবুক বন্ধু লিখেছেন, করোনার ব্যর্থতা অন্যদিকে সরাতে নাকি সরকার বেগম খালেদা জিয়াকে মুক্তি দিচ্ছেন! আমি ভাবছি, আমাদের ভাবনাগুলো কতো নষ্ট হয়ে গেছে। সরকারের অনেক সমালোচনা আছে। কিন্তু এই মানবিক সিদ্ধান্তে, আমি সরকারকে ধন্যবাদ জানাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here