ইউরোপে করোনায় মৃতের সংখ্যা কমছে

0
64

নিউজ ডেস্ক: ইউরোপে কমতে শুরু করেছে করোনায় মৃত্যু। ২৪ ঘণ্টায় ইতালিতে ৩৩৩ এবং স্পেনে ৩৩১ জন মারা গেছে। ফ্রান্সে একদিনে প্রাণহানি হয়েছে ৪৩৭ জনের। যুক্তরাজ্যে নতুন করে ৩৬০ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মোট মৃত্যু এখন ২১ হাজারের বেশি। আক্রান্ত ছাড়িয়েছে ১ লাখ ৫৭ হাজার।

এছাড়া যুক্তরাষ্ট্রে আকান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে।বিশ্বে মোট আক্রান্তের তিনভাগের একভাগ। তবে কমেছে দৈনিক মৃত্যু হার। একদিনে মারা দেশটিতে মারা গেছেন ১৩শ’ ৮৪ জন। দেশটিতে মোট প্রাণহানি হয়েছে ৫৬ হাজার ৭৯৭ জনের। করোনায় দেশটির বেশ কয়েকটি রাজ্যে লকডাউন শিথিল করলেও নিউইয়র্কে এখনই তা কার্যকর করার সিদ্ধান্ত নিচ্ছেন না গভর্নর অ্যান্ড্রো কুমো। বরং নিউইয়র্কের বেশি আক্রান্ত এলাকায় লকডাউন ১৫ মে পর্যন্ত বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন তিনি।

এদিকে, করোনায় বিশ্বে আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ২৫ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা দুই লাখ নয় হাজার ছাড়িয়েছে। আর সুস্থ হয়েছেন নয় লাখেরও বেশি মানুষ। বিশ্বজুড়ে একদিনে মৃত্যু হয়েছে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here