পিলে চমকানো তথ্য

0
942
ছবি: সংগৃহীত


মিলি সুলতানা:

নিউইয়র্ক সিটির স্কুল কলেজ বন্ধ, সকল ব্যবসা প্রতিষ্ঠান এবং পাবলিক ট্রান্সপোর্টেশন বন্ধ। তবুও হাসপাতালে রোগীর সংখ্যা দ্রুত গতিতে বেড়ে গিয়েছে। এভাবে বেড়ে যাওয়ার কারণ কি? দিনে ছয়শো’র বেশি নতুন কেস এসেছে। ব্যাপারটা আমাদের অনেক ভাবাচ্ছে। নিউইয়র্ক সিটির সব হাসপাতালের কাছে আমরা ডাটাবেইজ চেয়েছি। তথ্য উদঘাটন করার পর আশ্চর্য হওয়ার মত অবস্থা। হাসপাতালে ভর্তির সর্বোচ্চ সংখ্যা বাসায় অবস্থানরতদের। শতকরা ৬৬% –পিলে চমকানো তথ্য। ১৮ % নার্সিংহোমের, ১% জেলখানার, ৮% অন্যান্য, ৪% বিভিন্ন ফ্যাসিলিটিজের, এবং ২% হোমলেস। হোমলেসরা অস্বাস্থ্যকর পরিবেশে জীবন যাপন করছে। হাসপাতালে তাদের সংখ্যা সবচেয়ে কম। দেখা যাচ্ছে উল্টোটাই ঘটছে। ডাটাবেইজে আরও বেরিয়ে এসেছে, ১৭% কর্মজীবী, ৩৭% অবসরপ্রাপ্ত, ৪৬% কর্মহীন মানুষ হসপিটালাইজড। ৫২% হচ্ছে পুরুষ, ৪৮% নারী। নিউইয়র্কের গভর্নর এন্ড্রু কোমো বলেছেন, তিনি বিষয়টা মেলাতে পারছেন না। মাস্ক হ্যান্ড স্যানিটাইজার গ্লাভস ব্যবহার সত্ত্বেও এভাবে রোগীর সংখ্যা বেড়ে যাওয়া রীতিমতো গভীর দুশ্চিন্তার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here