‘করোনা মহামারি নিয়ন্ত্রণে লাগতে পারে ৫ বছর’

0
116
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী ড. সৌম্য স্বামিনাথান।

বাংলা খবর ডেস্ক:
বিশ্বের করোনা ভাইরাসের মহামারির পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চার থেকে পাঁচ বছর সময় লেগে যেতে পারে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী ড. সৌম্য স্বামিনাথান। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে এমনটি জানান তিনি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী ড. সৌম্য স্বামিনাথান বলেন, আমি বলতে চাই চার থেকে পাঁচ বছরের মধ্যে আমরা এটাকে নিয়ন্ত্রণে আনতে পারবো। করোনা নিয়ন্ত্রণের সেরা উপায় হতে পারে ভ্যাকসিনের আবিষ্কার তবে এখানেও অনেক কিন্তু এবং যদি রয়েছে। কারণ ভ্যাকসিনগুলো কাজ করবে কি না সেটি এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

ওয়ার্ল্ডওমিটারের দেয়া তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৪ লাখ ৩০ হাজার ২৪২ জন। মারা গেছেন ২ লাখ ৯৮ হাজার ৩২৭ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here