জীবনের শেষ গোলটা করলেন কফিনে শুয়েই

0
165

বাংলা খবর ডেস্ক:
মেক্সিকোর ভেরাক্রুজ ক্লাবে খেলত আলেকজান্ডার। সেখানকার প্রিমিয়ার ডিভিশন লীগেও খেলেছে সে। ভবিষ্যতে হয়তো মাঠ কাঁপাত। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, পুলিশের গুলিতে সকলকে ছেড়ে চলে গেল সে। কিন্তু শেষ বেলাতেও জীবনে শেষ গোলটা করে গেল ১৬ বছর বয়সী এই ফুটবলার। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, কফিনবন্দি দেহকে রেখেই ফুটবল খেলছেন সতীর্থরা। দুটি পাসের পর কফিনবন্দি দেহ দিয়েই বল ঢুকল গোলপোস্টে। তারপর সকলে মিলে এসে গোলের আনন্দে জড়িয়ে ধরল কফিনটিকে।

৫৪ সেকেন্ডের হৃদয়বিদায়রক এই ভিডিও দেখে আবেগে ভেসেছেন নেটিজেনরা। কেউ আবার ধরে রাখতে পারেননি চোখের জল।

গত ১৩ই জুন বন্ধুদের সঙ্গে বাজারে গিয়েছিলেন আলেকজান্ডার। বন্ধুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে বাজারে যাচ্ছিলেন তিনি। পুলিশ তাদের বন্দুকধারী ভেবে এলোপাতাড়ি গুলি চালায়। মাথায় এসে বিদ্ধ হয় একটি বুলেট। সেখানেই মারা যান আলেকজান্ডার। তার মা বলেন, ‘আমার ছেলের অল্প বয়স। ও তো আর অপরাধী ছিল না। ছেলের ফুটবলার হওয়ার স্বপ্ন ছিল। সব শেষ করে দিল ওরা। কী করে এটাকে পুলিশের ভুল ভেবে ক্ষমা করে দেই।’

ভিডিওটি দেখতে ক্লিক করুন :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here